বগুড়ায় হত্যা, ধর্ষণসহ একাধিক মামলার পলাতক আসামি মেহেদী হাসান শাওনকে গ্রেফতার করেছে র্যাব-১২। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৪টার দিকে শহরের মালগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান শাওন বগুড়া সদর উপজেলার মানিকচক কর্ণপুর দক্ষিণপাড়া এলাকার মো: মোজাম্মেল হোসেন মোয়াজ্জেমের ছেলে।
বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী শাওন গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বগুড়ার র্যাব-১২ কোম্পানি কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান শাওন শহরের মালগ্রাম এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়৷
তিনি আরও জানান, গ্রেফতারকৃত শাওনের বিরুদ্ধে সর্বশেষ বগুড়া সদর থানায় গত ১৫ই সেপ্টেম্বর দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন যাবৎ আত্মগোপনে ছিলেন। গ্রেফতারকৃত শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।