গাজীপুর জেলা কারাগারে শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম মারা গেছেন মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার মুশফেকুর রহমান।
নিহত শেখ জহিরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার সিংদিঘী এলাকার মো:মজিবুর রহমানের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, গতকাল বিকেলে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে শেখ জহিরুল ইসলামকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয় হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জেল সুপার মুশফেকুর রহমান জানান, শেখ জহিরুল ইসলাম বেশ কয়েকদিল হলো ডায়াবেটিক ও হৃদরোগে ভুগছিলেন। কারাগার হাসপাতালের চিকিৎসকের পরামর্শে গত ১০/১২দিন ধরে কারাগারের হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
তিনি আরও জানান, শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।