রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া কুশাহাটা এলাকার পদ্মা নদীতে জেলে মিরাজ শেখের বড়শিতে ১৬ কেজির বোয়াল ধরা পড়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, দৌলতদিয়ার ফেরিঘাট মাছের আড়তে ওই মাছটি আনা হলে স্থানীয় এক ব্যবসায়ী ১৬ কেজি ওজনের বোয়ালটি নিজে কিনে আবারও অর্ধলক্ষ টাকায় বিক্রি করে দেন। মাছটির নিলামে অংশ নিয়ে ওই ব্যবসায়ী মাছটি কিনে নেন।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, বর্তমানে নদীতে জালে খুব একটা মাছ ধরা পড়ছে না। তাই স্থানীয় জেলেরা বিকল্প হিসেবে জালের পাশাপাশি বড়শি দিয়েও মাছ ধরছেন। আজ সকালে রাজবাড়ীর দৌলতদিয়া কুশাহাটা এলাকার মিরাজ শেখ পদ্মা নদীতে হাজারি বড়শি ফেলেন। ওই বড়শিতে এক বড় বোয়াল মাছ ধরা পড়ে। পরে মাছটি বিক্রি করার জন্য তিনি দৌলতদিয়া মাছের আড়তের কেছমত মোল্লার আড়তঘরে বোয়ালটি ওজন দিয়ে দেখতে পান, মাছটির ওজন ১৬ কেজি। পরে প্রকাশ্যে মাছটি নিলামে তোলা হলে ফেরিঘাট এলাকার ব্যবসায়ী চান্দু মোল্লা ৩ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন। এরপর তিনি কেজিপ্রতি ৫০ টাকা লাভে ৩ হাজার ১৫০ টাকা কেজি দরে ৫০ হাজার ৪০০ টাকায় ১৬ কেজির বোয়ালটি বিক্রি করে দেন।