বগুড়ার শেরপুরে বাংলাদেশ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত দুস্থ ও গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়নের নানা শ্রেণী পেশার প্রায় ৩ শতাধিক ব্যক্তির মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুল চত্তরে এই শীতবস্ত্র বিতরণ করে উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক খান।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল জব্বার, ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণের সময় উপজেলা আড়ংশাইল কেন্দ্রীয় হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসা, কাদের সুফিয়া অটিস্টিক প্রতিবন্ধী স্কুল, মির্জাপুর বাজার হাফেজিয়া এতিম খানা, চকপাথালিয়া ফুলবাড়ী হাফেজিয়া মাদ্রাসা, বাংলাদেশ আদিবাসী ফোরাম,
শেরপুর উপজেলা রিক্সা অটো ভ্যান শ্রমিক ইউনিয়ন, শেরপুর উপজেলা সেলুন শ্রমিক ইউনিয়ন অর্ন্তগতরা গরীব ও দুস্থ শীতার্থ শিক্ষার্থী ও ব্যাক্তিরা উপস্থিত থেকে এসব কম্বল গ্রহন করেন।