সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল’কে কেন্দ্র চট্টগ্রাম আদালতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৬৫ জন আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। এর আগে, তারা চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন।
সেমাবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া ৬৫ আইনজীবীর আত্মসমর্পণ ও জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন’কে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ১০ পুলিশ সদস্যসহ ৩৭ জন আহত হন। এ ঘটনায় পৃথক ৩টি মামলা হয় গত ২৭ নভেম্বর। এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১ হাজার ৪০০ জনকে আসামি করা হয়। মহানগরের কোতোয়ালি থানায় এসব মামলা দায়ের করে পুলিশ।