পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে আদাবাসী ছাত্র-জনতার এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সাংবাদিকসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এই ঘটনা ঘটে। আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে।
আহতরা হলেন, ধনজেতরা (২৮), অন্তত ধামাই (৩৫), ফুটন্ত চাকমা (২২), ইসাবা শুহরাত (৩২), রেংইয়ং ম্র (২৭), রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা (২৫), ডোনায়ই ম্রো (২৫), শৈলী (২৭) ও ডিবিসি নিউজ চালেনের সাংবাদিক জুয়েল মারাক (৩৫)।
শান্তিময় চাকমা জানান, পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ পুনরায় লিখনের দাবিতে আজ দুপুরে আদিবাসী ছাত্র-জনতা রাজধানীর মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠনের বেশ কয়েকজন অতর্কিতভাবে লাঠি দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে।
বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য দীপায়ন খিসা জানান, এটা ‘মব’ বাহিনীর হামলা। হামলাকালীরা আগে থেকেই সেখানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছিল। হামলায় আমাদের প্রায় ১২ জন আহত হয়েছেন। অবিলম্বে এই ঘটনার তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং বিচারের দাবি জানাচ্ছি।