]কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন দৌলতপুর উপজেলার বাহিরমাদী এলাকার বাসিন্দা রজব সরকার। তিনি মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজ শাখা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি। অন্যজন তার সহযোগী একই এলাকার দুর্জয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১টি চাকু জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার কাশীনাথপুর এলাকার , ছাগলের ব্যাপারী জহুরুল ও ঈশ্বরদীর শেখ পাড়া এলাকার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় আসছিলেন। ওই সময় উপজেলার হাওয়াখালি এলাকায় পুলিশ পরিচয় দিয়ে তাদের পথরোধ করেন রজব সরকার ও দুর্জয়। এ সময় ওই ব্যবসায়ীদের কাছে অবৈধ মালামাল আছে জানিয়ে তাদের মারধর করেন এবং ছিনতাইয়ের চেষ্টা চালান। একপর্যায়ে বিষয়টি দেখে স্থানীয় লোকজনে সন্দেহ হলে পুলিশ পরিচয় দেয়া রজব সরকার ও দুর্জয়কে বেঁধে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে রজব সরকার ও দুর্জয়কে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১ টি বিদেশি চাকু জব্দ করা হয়।
]বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানান, পুলিশ পরিচয়ে ছিনতািইয়ের চেষ্টাকালে বিদেশি অস্ত্র, গুলিসহ দুজন’কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।