দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বাসায় অভিযান চলমান রয়েছে। দুকের অভিযানে এখন পর্যন্ত ১৭ লাখ ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে সাবেক ডেপুটি গভর্নরর এস কে সুরের রাজধানীর ধানমন্ডির বাসায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চলছে।
প্রসঙ্গত,২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্টের নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশর কেন্দ্রীয় বাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির হওয়ার সময় ডেপুটি গভর্নর ছিলেন সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী। চলতি বছরের গত ১৪ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গ্রেফতার হন এস কে সুর।