বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ তিন বাহিনীর পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। আজ দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র্যাব ও আনসারের জন্য নতুন পোশাক চূড়ান্ত (সিলেক্ট) করা হয়েছে। এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। একই সঙ্গে সব করা সম্ভব নয়। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে।
পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের কারণ কি, সাংবাদিকের এমন এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবার মন মানসিকতারও পরিবর্তন হতে হবে। সেই এই তিন বাহিনীর পোশাক পরিবর্তন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রংয়ের। র্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রংয়ের। আর আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রংয়ের।