সব আগাছা ও পরগাছা নির্মূল না হওযা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে বরিশালে জেলা ও মহানগরের জামাতের কর্মী সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এসময় আওয়ামী লীগ কোনও রাজনৈতিক দল নয়, গণ-হত্যাকারী ও সিন্ডিকেট দল বলেও মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।
জামায়াতের আমির বলেন, আমরা চাই জুলাই বিপ্লবে গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার হোক এবং এই দলের বিচার হোক।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, আপনারা তো নিজেদেরকে দেশপ্রেমিক দাবি করেন, তো দেশপ্রেমিক হলে দেশে আসেন না। দেশে এসে বিচারের মোকাবিলা করুন। আমাদের দলীয় নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন। আপনারা তো দেশে প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন।
এছাড়াও জেলা জামাতের কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানী, ঢাকা জেলা জামাতের আমির মাওলানা দেলোয়ার, বরগুনা জেলার আমির মাওলানা মহিববুল্লাহ হারুন, পটুয়াখালী জেলার আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, ভোলা জেলার আমির মাস্টার জাকির হোসাইন, ঝালকাঠি জেলার আমির অ্যাডভোকেট হাবিবুর রহমান, পিরোজপুর জেলার আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, বরিশাল মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি কামরুল আহসান হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল অঞ্চলের পরিচালক কবির আহমেদ, বরিশাল মহানগর ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সভাপতি আকবর হোসেন প্রমুখ।