মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকা পড়েছে। সোমবার (০৩ ফ্রেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানো হয়।
জানা গেছে, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ঢাকার মহাখালী রেল লাইনের ওপর শুয়ে পড়ে। এর ফলে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকা পড়ে। বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে ট্রেনের যাত্রীরা
এর আগে, রাজধানীর গুলশান লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুর ১২টার দিকে তারা সড়কের ওপর বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সড়ক অবরোধ চলাকালীন অ্যাম্বুলেন্স ও অসুস্থ রোগীদের গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি চলতে দেবেন না শিক্ষার্থীরা।
সেমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত তিতুমীরের শিক্ষর্থীরা অবরোধ কর্মসূচি পালন করবেন বলে গত রাতে ঘোষণা দিয়েছিলেন। মহাখালীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, রেল গেট, আমতলী মোড়, রাজধানীর গুলশান লিংক রোড এই কর্মসূচির আওতায় থাকবে বলে জানিয়েছেন তারা।