বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা ভবানী মন্দিরে মাঘী পূর্ণিমা উপলক্ষে হাজারো ভক্তের ঢল নেমেছে। সকাল থেকেই শাঁখারি পুকুরে পূণ্যস্নান ও পূজা-অর্চনার মাধ্যমে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা।
উৎসবকে কেন্দ্র করে মন্দির চত্বর ও আশপাশের এলাকায় বসেছে জমজমাট মেলা, যেখানে দই-মিষ্টি, চিড়া-মুড়কি, ঝুড়িসহ নানা সামগ্রী বিক্রি হচ্ছে দারুণভাবে।
![](https://onnetion.com/storage/2025/02/মাঘী-পূর্ণিমা-উৎসব-ভক্তদের-ঢল-মেলায়-কেনাকাটার-ধুম-1-1024x686.jpg)
এখানে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভক্তরা শাঁখারি পুকুরে স্নান করে মা ভবানীর মন্দিরে পূজায় অংশ নেন।
মন্দির পরিচালনা কমিটির সদস্য অমৃত লাল সাহা জানান, “মোগল আমল থেকে চলে আসা এই উৎসবে প্রতিবছর লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে, এবারও ব্যতিক্রম নয়”।
এছাড়াও মন্দির সংলগ্ন ভবানীপুর হাইস্কুল মাঠ ও আশপাশের এলাকায় শত শত দোকান বসেছে। দই-মিষ্টির দোকানে ছিল ব্যাপক ভিড়। ব্যবসায়ীরা জানান, “মাত্র একদিনের এই মেলায় প্রায় ২৫০ মন দই ও ২০০ মন মিষ্টি বিক্রি হয়”।
সিরাজগঞ্জের ঝুড়ি ব্যবসায়ীরা জানান, “১৫০ থেকে ১৭৫ মন ঝুড়ি বিক্রির প্রত্যাশা করছেন তারা”। এছাড়া শিশুদের খেলনা, গৃহস্থালি সামগ্রী, মসলা, কালাই ও ছাতুর দোকানও বেশ জমজমাট।
এই উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নয়, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষও আনন্দে মেতে ওঠেন। অনেকে স্বজনদের সঙ্গে নাইওরেও আসেন। ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন জানান, “পার্শ্ববর্তী ১২০টি গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে”।
এদিকে উৎসব নির্বিঘ্ন করতে “শেরপুর থানা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যা দিবাগত রাত পর্যন্ত বহাল থাকবে বলে নিশ্চিত করেছেন থানার ওসি শফিকুল ইসলাম”।