রমজানের শুরুতে অনেক পণ্যের দাম বেড়ে গিয়েছিল, তবে বর্তমানে বাজারে স্বস্তি ফিরে এসেছে। বাজারে সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় মুরগি, মাছ, শসা, লেবু ও বেগুনের দাম কমেছে।
শুক্রবার (১৪ মার্চ) রাজধানী ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সোনালি ও ব্রয়লার মুরগির দাম ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে।
বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকা কেজি, আর সোনালি মুরগি ২৬০-২৮০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া দেশি মুরগি ৬৫০-৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারেও স্বস্তি ফিরেছে, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮৫০ টাকা কেজি, খাসির মাংস ১,২৫০ টাকা এবং ছাগলের মাংস ১,১০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের দামেও কিছুটা কমেছে। বিক্রেতারা জানিয়েছেন, চাহিদা কম থাকার কারণে মাছের দাম ২০-৫০ টাকা কমেছে। রুই, কাতল, শিং, মাগুর, পাঙাশ, তেলাপিয়া সহ প্রায় সব মাছের দাম কমেছে।
তবে সবচেয়ে বেশি স্বস্তি দেখা যাচ্ছে শসা, লেবু ও বেগুনের বাজারে। রমজানের আগে দাম অনেক বেড়ে গেলেও এখন তা কমতে শুরু করেছে। গত সপ্তাহে প্রতি হালি লেবু ৮০-১২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দামও কমেছে, এখন প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০-১২০ টাকায়, আর শসা ও ক্ষিরাই বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।
এছাড়া অন্যান্য সবজির দামেও বেশ কিছু কমতি দেখা গেছে। পেঁপে ৩০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, টমেটো ৩০-৪০ টাকা, শিম ২৫ টাকা, ধনেপাতা ৩০-৪০ টাকা এবং আলু ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, অন্যান্য বছর রমজানে শাক-সবজি ও মাছ-মাংসের দাম চড়তে দেখা গেলেও এবার বাজারে বেশ স্বস্তি মিলছে। এক্ষেত্রে যদি এই পরিস্থিতি বজায় থাকে, তবে পুরো বছর ধরেই বাজারে স্বস্তি থাকবে বলে আশা করছেন তারা।