অসুস্থ খালাকে দেখতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তর হোসেন (২৪) নামের এক যুবক।
শনিবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার বিরইল এলাকার ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামীর একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে বিকেল সোয়া ৫টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত অন্তর হোসেনের বাড়ি মাগুরার শালিকা উপজেলার ছানিয়ারপাড়া গ্রামে। তার বাবা আলম শেখ। সম্প্রতি অসুস্থ খালাকে দেখতে তিনি শেরপুরের বিরইল গ্রামে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, দুপুরে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস দ্রæতগতিতে এসে অন্তকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রæত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, “আমরা দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছি এবং দুর্ঘটনাকবলিত বাস সনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”