সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

শেখ মুজিবের জন্য দোয়া চাওয়ায় ওএসডি হলেন গাজীপুর সিটির সচিব নমিতা দে

বিশেষ সংবাদ

মহান স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) নমিতা দে।

তবে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। একই সঙ্গে চিঠিটি টাইপ করা প্রশাসনিক কর্মকর্তা হামিদা আক্তারকে শোকজ করা হয়েছে

গত ২০ মার্চ নমিতা দে স্বাক্ষরিত এক চিঠিতে মসজিদগুলোতে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়।

চিঠিতে উল্লেখ ছিল, “আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ওই দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।”

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সমালোচনার মুখে পরে সংশোধিত চিঠি ইস্যু করা হয়, যেখানে বঙ্গবন্ধুর নামটি বাদ দেওয়া হয়।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) নমিতা দে বলেন, “প্রশাসনিক কর্মকর্তা হামিদা আক্তার প্রথম চিঠিটি অন্যান্য ফাইলের সঙ্গে গোলমাল পাকিয়ে তাড়াহুড়ো করে স্বাক্ষর করিয়ে নেন। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি জানার পর দ্রুত সংশোধিত চিঠিটি ইস্যু করেছি।”

তিনি আরও বলেন, “অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি অনুতপ্ত। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।”

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করার পর নমিতা দে কে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়। আজ বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নমিতা দে দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত ছিলেন। বিগত সরকারের সময় তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সম্পত্তি কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ৫ আগস্ট তাকে বদলি করা হলেও তা কার্যকর হয়নি, বরং তিনি আরও গুরুত্বপূর্ণ সচিব পদে পদায়িত হন।

প্রসঙ্গত. ২০২৩ সালের ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়। তবে তিনি সেখানে যোগ না দিয়ে গাজীপুর সিটি করপোরেশনে বহাল থাকেন।

এই ঘটনাটি প্রশাসনিক শৃঙ্খলা ও সরকারি নির্দেশনার প্রতি কর্মকর্তাদের দায়িত্বশীলতার বিষয়টি সামনে নিয়ে এসেছে। জনসাধারণ ও সংশ্লিষ্ট মহল এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে বিষয়টি আরও বড় বিতর্কে রূপ নেয়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স...

লালনশিল্পী ফরিদা পারভীন আর নেই

বাংলাদেশের প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে...

জনপ্রিয়

অপরাধ

শারদীয় দুর্গাপূজায় শেরপুরে অসহায়দের মাঝে বিএনপির বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং শেরপুর উপজেলা...

মাদ্রসার টাকা তুলতে গিয়ে ধরা, তিন খাদেমের চুল কেটে দিল জনতা

নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার সাহায্যের টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন তিন জন খাদেম। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে তারা লোকজনের হাতে...

পানিতে ভাসমান শাপলা আর মার্কা শাপলার মধ্যে পার্থক্য আছে: সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “শাপলা তো জাতীয় প্রতীক না। আমরা পানিতে ভাসমান শাপলা চাইনি। পানিতে ভাসমান থাকা শাপলা আর...

শারদীয় দুর্গাপূজায় শেরপুরে অসহায়দের মাঝে বিএনপির বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

মাদ্রসার টাকা তুলতে গিয়ে ধরা, তিন খাদেমের চুল কেটে দিল জনতা

নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার সাহায্যের টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন তিন জন খাদেম। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার...

পানিতে ভাসমান শাপলা আর মার্কা শাপলার মধ্যে পার্থক্য আছে: সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “শাপলা তো জাতীয় প্রতীক না। আমরা পানিতে ভাসমান শাপলা...

দুর্গাপূজায় হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।এ সময়...

বগুড়ায় গ্রেফতারের সময় ছুরিকাহত সাবেক কাউন্সিলর মিন্টু

বগুড়ায় গ্রেপ্তারের সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর...

শেরপুরে ডিবির অভিযানে ৬১০ বোতল মদ উদ্ধার

বগুড়ার শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল...