ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। রবিবার ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুরের চন্দ্রাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), তাঁর মেয়ে মোসাম্মৎ দিলরুবা (৪০) এবং দিলরুবার দুই মেয়ে রীতি আক্তার (১৪) ও প্রীতি আক্তার (৭)। পরিবারের সদস্যরা ঈদ উদযাপনের জন্য নগরের নাটকঘর লেন থেকে গ্রামের বাড়ি গৌরীপুরের দুর্বারচর গ্রামে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, সকাল পৌনে ছয়টার দিকে ময়মনসিংহ থেকে গৌরীপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি বাস চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। চালকসহ মোট সাতজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, সড়ক দুর্ঘটনায় “একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”