বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জি এম) সিরাজের গাড়িবহরে হামলার মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ বেলাল হোসেন (৩৫) উপজেলার ফুলবাড়ি গ্রামের আবু মুসার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত শেরপুর উপজেলা ছাত্রলীগের উপ-বিভাগীয় সম্পাদক। তাকে মঙ্গলবার রাত ১২ টায় পৌর শহরের ফুলবাড়ি বাজার থেকে গ্রেফতার করা হয়। শেরপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে (শেরপুর-ধুনট) বিএনপি দলীয় প্রার্থী গোলাম মো. সিরাজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই বছরের ২৪ ডিসেম্বর দুপুরে উপজেলার গোঁসাইবাড়ি বটতলায় বিএনপি নির্বাচনী প্রচারণার মিছিলে স্থানীয় আওয়ামী লীগ ও তাঁদের সহযোগী সংগঠনের লোকজন বিস্ফোরণ ঘটিয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান।
এ ঘটনায় গত বছরের ১৫ নভেম্বর রাতে শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন উপজেলার কুসুম্বি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। ৭৪ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০ জনকে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মামলার তদন্তে বেলাল হোসেনের সম্পৃক্ততা পাওয়া গেছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।