বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বগুড়ার নাম শুনলেই প্রকল্প বাস্তবায়ন করতো না আওয়ামী লীগ : সারজিস

বিশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছরে বগুড়ায় কোনো উন্নয়ন করেনি। বগুড়ার নাম শুনলেই সেই প্রকল্প আর বাস্তবায়ন করা হতো না।

বুধবার ( ৩০ এপ্রিল) বিকালে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবীতে জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই। তারা ক্ষমতায় টিকে থাকর জন্য নারী, শিশু, বৃদ্ধ, যুবক, কিশোর এবং সব বয়সী হাজার হাজার মানুষকে পাখির মত গুলি করে হত্যা করেছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং বিচার করতে হবে। তার আগে কোনো নির্বাচন হবে না। আমরা যেভাবে জুলাই-আগষ্টের আন্দোলনে এক কাতারে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, ঠিক একইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবীতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি অবিলম্বে বগুড়ায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিমান বন্দর চালু, শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন এবং ঢাকা টু বগুড়া সরাসরি রেললাইন চালু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বলেছেন, আওয়ামীলীগ বিগত ১৫ বছরে বগুড়ায় কোনো উন্নয়ন করেনি । বগুড়ার নাম শুনলেই সেই প্রকল্প আর বাস্তবায়ন করা হতো না।

সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধুমাত্র ২৪-এর গণঅভ্যুত্থানেই ছাত্র-জনতাকে হত্যা করেনি। তারা পিলখানায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছে এবং শাপলা চত্বরে শতশত আলেমকেও হত্যা করেছে। সারাদেশে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে এবং গুম করেছে এরা।

এই আওয়ামীলীগের শিরায় শিরায় মানুষের রক্ত দাগ লেগে আছে। সুতরাং আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি করতে পারবে না। তাই অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আওয়ামী দোসরদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে। বগুড়া থেকেই আ.লীগ প্রতিরোধের যুদ্ধ শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি।

সারজিস বগুড়া জেলা আ.লীগের সাবেক সভাপতি মরহুম মমতাজ উদ্দিনের ছেলের নাম উল্লেখ করে বলেছেন, বগুড়া জেলা আ.লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন এই জেলার শত বছরের ঐতিহ্যবাহী প্যালেস মিউজিয়াম দখল করেছে এবং জেলা ক্রীড়া সংস্থাও দখল করেছে। তার মতো আরও অসংখ্য আওয়ামী দালাল রয়েছে বগুড়ায়। এসব দালালদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় জায়েদ খান, নিপুণ, সুবর্ণা মোস্তফা, অপু বিশ্বাস’সহ ১৭ তারকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের প্রথম সারির ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা গ্রহণ করেছে আদালত। অভিযুক্তদের তালিকায় রয়েছেন, জায়েদ খান নিপুণ আক্তার,...

অভিনেতা সিদ্দিককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রাজধানীর কাকরাইল এলাকায় গণপিটুনির শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে...

জনপ্রিয়

অপরাধ

জামায়াত ক্ষমতায় আসলে নারীরা কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে: শফিকুর রহমান

জামায়াত ক্ষমতায় আসলে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিরাপদ থাকবে নারীরা কর্মক্ষেত্রে। তারা সম্মান ও যোগ্যতার সাথে কাজ করবে। বৃহস্পতিবার (০১ মে) সকালে পল্টন...

জামায়াত ক্ষমতায় আসলে নারীরা কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে: শফিকুর রহমান

জামায়াত ক্ষমতায় আসলে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিরাপদ থাকবে নারীরা কর্মক্ষেত্রে। তারা সম্মান ও যোগ্যতার সাথে কাজ...

ভয়াবহতম দাবানলে জ্বলছে ইসরাইল

ইসরাইলের দখল করা জেরুজালেমের বিভিন্ন জায়গায় ইতিহাসের ভয়াবহতম দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমগামী রুট-১...

গাঁজা কিনতে গিয়ে কারবারিকেই হত্যা করলো এসএসসি পরীক্ষার্থী

নাটোর সদরে গাঁজা কিনতে গিয়ে মোবাইল চুরির অভিযোগে মো:...