বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিতর্কে শেরপুরের মহিলা কলেজ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ আনেন কলেজের গভর্নিং বডির দুই সদস্য।

তাঁরা বিষয়টি লিখিত আকারে গত ৭ মে জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে দাখিল করেন

অভিযোগকারীরা হলেন, কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য পিয়ার হোসেন পিয়ার এবং দাতা সদস্য জাহিদুর রহমান টুলু।

জানা গেছে, কলেজ কর্তৃপক্ষ গত ১০ মার্চ দৈনিক যুগান্তর ও করতোয়া পত্রিকায় অধ্যক্ষ পদের বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদন করেন ১৩ জন। এরপর ৩ মে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, সেখানে অংশ নেন ১০ জন প্রার্থী। উত্তীর্ণ চারজনের মধ্যে সিরাজগঞ্জের সায়দাবাদের যমুনা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. জাকির হোসেনকে চূড়ান্তাবে সুপারিশ করে নিয়োগ কমিটি।

তবে সেই দিনই শুরু হয় গুঞ্জন। নিয়মিত সময়ের দুই ঘণ্টা পর পরীক্ষা শুরু, সংবাদকর্মীদের তথ্য নিতে কলেজে ঢুকতে না দেওয়ার ঘটনা এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। লিখিত অভিযোগে দাবি করা হয়, নিয়োগ নির্বাচনী কমিটি গঠন ও সিদ্ধান্তের পেছনে ছিল রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের ছায়া।

অভিযোগে গভর্নিং বডির দুই সদস্য দাবি করেন, কলেজের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান প্রার্থী মো. জাকির হোসেনের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা গ্রহণ করে তাকে নিয়োগে অগ্রাধিকার দিয়েছেন।

এছাড়া অভিযোগকারীদের মতে, গভর্নিং বডির প্রকৃত সদস্যদের বাদ দিয়ে ঘনিষ্ঠদের নিয়ে গোপনে কমিটি গঠন করা হয়, যাতে আপত্তিকর ও অনিয়মতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়।

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থী মো. জাকির হোসেনের বিরুদ্ধেও রয়েছে বিতর্ক। তার বর্তমান কর্মস্থল যমুনা ডিগ্রি কলেজে ফান্ড তছরুপ, দলীয় প্রভাব খাটিয়ে অধ্যক্ষ পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা এবং নৈতিকতা প্রশ্নবিদ্ধ কাজের অভিযোগ গণমাধ্যমে উঠে এসেছে।

গভর্নিং বডির সদস্য পিয়ার হোসেন পিয়ার ও জাহিদুর রহমান টুলু বলেন,“এই কলেজটি এলাকায় নারী শিক্ষার জন্য একটি অগ্রণী প্রতিষ্ঠান। অধ্যক্ষ নিয়োগ নিয়ে এত বড় অনিয়ম হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে। তাই আমরা বর্তমান সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ চাচ্ছি।”

অন্যদিকে, অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন,“লিখিত অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। নিয়োগ বোর্ডের পাঁচ সদস্য স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষা সম্পন্ন করেছেন। এখানে আমার ব্যক্তিগত দায় নেই।”
কলেজের সভাপতি কেএম মাহবুবার রহমান হারেজ অভিযোগ অস্বীকার করে বলেন, “নিয়োগ সম্পূর্ণ নিয়ম অনুসারে হয়েছে। আর্থিক লেনদেনের অভিযোগ ভিত্তিহীন।”

এ বিষয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি ও নিয়োগ বোর্ডের সদস্য সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ফয়সাল মাহমুদের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সালমান শাহ হত্যার আসামিদের ফোন ট্র্যাকিং করা হচ্ছে: পুলিশ

বাংলা চলচ্চিত্রের অমর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য এখনও জট খুলেনি। দীর্ঘ ২৯ বছর পর অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নেওয়ার পর রমনা থানা...

রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করব: হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আলোচনায় এসেছেন। তিনি জানিয়েছেন, রিয়া মনিকে তালাক দেওয়ার পর তিনি দুধ দিয়ে গোসল করবেন।শুক্রবার (১৭...

জনপ্রিয়

অপরাধ

সেনাপ্রধানের সঙ্গে পাক যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।মঙ্গলবার (২৮ অক্টোবর)...

জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভাইরাল সেই তরুণী গ্রেপ্তার

রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) রাতে গোদাগাড়ী উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে তাঁকে...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিন ঘণ্টা পর দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার তিন ঘণ্টা পর বিশাল মিয়া (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যার...

সেনাপ্রধানের সঙ্গে পাক যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদের...

জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভাইরাল সেই তরুণী গ্রেপ্তার

রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) রাতে...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিন ঘণ্টা পর দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার তিন ঘণ্টা পর বিশাল মিয়া (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ...

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার...

জামাকাপড় না পরেই শুইয়া পড়লাম, নিজের পায়ে শিকল দিলাম’: মহিবুল্লাহর স্বীকারোক্তি

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ...

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

বগুড়া শহরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের...