হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। রোববার (১৮ মে) দুপুরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। বর্তমানে বিমানবন্দরের সংশ্লিষ্ট বিভাগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে বিমানন্দর সূত্র।
নুসরাত ফারিয়া সম্প্রতি একটি ব্যক্তিগত সফরে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ইমিগ্রেশন চেকিংয়ের সময় কিছু প্রশ্নে অসঙ্গতি ধরা পড়ায় তাকে বিমানবন্দরেই আটকে রাখা হয়। সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে জানা গেছে, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র যাচাইয়ের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইমিগ্রেশন পুলিশ জানান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা এই মামলায় তার নাম উল্লেখ ছিল বলে জানা গেছে।
ঘটনার পর থেকেই বিমানবন্দরে সাধারণ যাত্রীদের মাঝেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে অভিনেত্রীকে ঘিরে ছবি তুলতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাতে বাধা দেন।
এ বিষয়ে এখনো নুসরাত ফারিয়ার পক্ষ থেকে কিংবা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে, কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্তের অংশ হিসেবেই এ জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা নিশ্চিত করেছেন, ফারিয়াকে এখনো বিমানবন্দরের ভেতরে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
অভিনয় জীবনে সাফল্যের পাশাপাশি নানা বিতর্কেও জড়িয়েছেন নুসরাত ফারিয়া। তবে এই প্রথমবার কোনো রাষ্ট্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি। বিষয়টি ঘিরে তার ভক্তদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে কোথাও সরানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সূত্র: সময় টিভি।