সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব থাকেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। তবে এবার তার স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে জল্পনা। হঠাৎ করেই নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি ‘লক’ করে দেন তিনি।
এর আগে, আঞ্চলিক টোনে ছুড়ে দেন এক রহস্যময় বার্তা, তিনি লিখেছেন, “কথা হইতাছে, কোনো কালেই কথা বলতে পারবা না মনু। ঘুমাও ঘুমাও। ঘুমই উত্তম।”
সোমবার (১৯ মে) দুপুরে ব্যক্তিগত আইডিতে এই স্ট্যাটাসটি দেন চিত্রনায়িকা পরীমণি। তবে তিনি ‘মনু’ বলতে কাকে বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি পরীমণি। তার এই মন্তব্য ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে গুঞ্জন।

ফেসবুক পোস্টের নিচে মন্তব্য করে অনেকেই বলছেন, এটি সম্ভবত অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ইস্যুকে ইঙ্গিত করে লেখা হয়েছে। কারণ গতকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। আজ সোমবার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
নেটিজেনদের অনেকেই লিখেছেন, “পরীমণি সরাসরি নাম না বললেও স্ট্যাটাসের ভাষায় স্পষ্ট, তিনি নুসরাত ফারিয়ার গ্রেফতার হওয়ার বিষয়ের দিকেই ইঙ্গিত করেছেন ।” আবার কেউ কেউ এটিকে মনোযোগ সরানো বা ব্যক্তিগত প্রতিবাদ হিসেবেও দেখছেন।
এদিকে কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে গিয়ে পরীমণি বলেন,“এক জীবনে এত কষ্ট নিতে চাই না। এখন জীবন উপভোগ করা ছেড়ে দিয়েছি। কাজ আর আমার দুই বাচ্চা—এই নিয়েই ব্যস্ত থাকি। ভালো থাকতে এখন একটা জিনিসই শিখেছি—জাস্ট অ্যাভয়েড করো এবং সুখে থাকো।”
এছাড়া নতুন বছরে ‘গোলাপ’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব।
তবে ফেসবুকে এমন গা ছমছমে স্ট্যাটাস দিয়ে নিজেকে আড়ালে নেওয়ায় পরীমণির ভক্তরাও ভাবছেন—আসলে তিনি ঠিক কোন ইঙ্গিত দিচ্ছেন?