জাতীয় নির্বাচন পেছাতে বলে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার প্রস্তাব এনসিপি দেয়নি—এমন দাবিকে সরাসরি অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, “জাতীয় নির্বাচন পেছাতে হবে এমন কথা আমরা বলিনি।”
মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা বলেছি—প্রয়োজনে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে। তারিখ দিয়ে জনগণকে আশ্বস্ত করা হোক, এরপর স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক—আমাদের এতে কোনো আপত্তি নেই।”
তিনি আরও অভিযোগ করেন, “৫ আগস্টের পর থেকে পরিকল্পিতভাবে আলোচনা ঘুরিয়ে জাতীয় নির্বাচনের দিকেই নিয়ে যাওয়া হয়েছে। অথচ আমরা কখনোই জাতীয় নির্বাচনের বিরোধিতা করিনি।”
নাহিদ বলেন, “প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময় দিয়েছেন, আমরা সেটিকে ইতিবাচকভাবে দেখেছি। এই সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে। তবে আমরা বিচার ও সংস্কারের কথাও বলেছি। গণপরিষদ নির্বাচনও একসঙ্গে করার প্রস্তাব দিয়েছি। আর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমাদের অবস্থান নতুন নয়—আগেও তা জানানো হয়েছে।”
নিজেদের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতির সমাধানে আমরা জনগণের সামনে দায়িত্বশীল বক্তব্য রাখছি, কর্মসূচি দিচ্ছি। এটিই আমাদের দায়িত্ব।”