চট্টগ্রামে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে বিতর্কের জন্ম দেওয়া জামায়াতের বহিষ্কৃত কর্মী সিবাগাত উল্লাহ আকাশ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার (০৪ জুন) বিকেলে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জামিন শুনানি শেষে তাকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)মফিজ উদ্দিন।
তিনি জানান, জামিনের শর্ত হিসেবে আগামী ১৫ জুন থেকে প্রতিদিন আদালতে হাজিরা দিতে হবে আকাশকে। এর আগে গত ১ জুন তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
গত ২৯ মে দুপুরে চট্টগ্রামের জামালখান এলাকায় বাম গণতান্ত্রিক ছাত্র জোটের ডাকা এক প্রতিবাদ সমাবেশে ঘটে উত্তেজনা। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধ মামলায় খালাস দেওয়ার প্রতিবাদে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় ‘শাহবাগ বিরোধী ঐক্য’ ব্যানারে একদল নেতা-কর্মী সেখানে গিয়ে বাম জোটের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, সংঘর্ষের মুহূর্তে আকাশ চৌধুরী এক নারী নেত্রীসহ কয়েকজনকে লাথি মারেন। এই ঘটনায় অন্তত চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত বিচার আইনে মামলা করে। মামলায় সিবাগাত উল্লাহ আকাশ ও আরও একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়। ১ জুন দুপুরে লালদীঘি এলাকা থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর জামায়াতে ইসলামী এক বিজ্ঞপ্তির মাধ্যমে আকাশ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করে।