জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ইমামুর রশিদ ইমনের এক নারাীর থেকে টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠলেও, তিনি দাবি করেছেন, এটি চাঁদাবাজি নয়, দলের পক্ষে অনুদান নিয়েছেন।
রবিবার (১৩ জুলাই) বিকেলে ভিডিওটি ভাইরাল হয়। এতে দেখা যায়, এক নারী ইমামুর রশিদকে টাকা দিচ্ছেন এবং বলছেন,”এখানে সাত লাখ টাকা, ১০ লাখ থাকার কথা ছিল ভাইয়া। একটু ক্রাইসিস বুঝেন না!” জবাবে ইমন বলেন, “ভাইকে বলছেন?” ওই নারী জবাবে বলেন, “হ্যাঁ, বলেছি।”
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিক জাওয়াদ নির্ঝর নিজের ফেসবুকে একটি পোস্টে বিষয়টি উল্লেখ করেন।
তিনি লিখেছেন, “জাতীয় নাগরিক পার্টির এক কেন্দ্রীয় নেতা এক মহিলাকে প্রজেক্টে কাজ দেওয়ার কথা বলে ৪৮ লাখ টাকা নিয়েছেন, কিন্তু কাজ দেননি। সেই নারী ভিডিওটি ফাঁস করেছেন।”
তিনি আরও লেখেন, “বয়সে ছোট রাজনীতিবিদরা ভুল করতেই পারেন। কিন্তু এই ধরনের প্রতারণা ভুল নয়, এটা সরাসরি বাটপারি।”
নির্ঝরের মতে, বড় রাজনীতিবিদরা অনেক সময় অনৈতিক পথে গেলেও অন্তত প্রতিশ্রুতি অনুযায়ী কিছু কাজ দিয়ে থাকেন, কিন্তু এখানে তাও হয়নি।
এদিকে ভিডিও ভাইরালের পর এনসিপি নেতা ইমামুর রশিদ ইমন ফেসবুক পোস্টে নিজের ব্যাখ্যা দিয়েছেন।
তিনি বলেন, “ওই নারী স্বেচ্ছায় দলের জন্য অনুদান দিয়েছেন। এর আগেও তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দিয়েছিলেন। সেদিনও তিনি পার্টি ফান্ডে ১০ লাখ টাকা দেওয়ার কথা জানান এবং কাউকে পাঠাতে বলেন। পার্টির পক্ষ থেকে ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি সেই দায়িত্ব পালন করেছি এবং সেই টাকা কোষাধ্যক্ষের কাছে টাকা জমা দিয়েছি।”