বগুড়ার শেরপুরে শালফা যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার শালফা গ্রামের পূর্বপাড়ায় এই লাঠিখেলা অনুষ্ঠিত হয়।
খানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্রধান বক্তা বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইনছান আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক যুগে আধুনিক সব খেলার ভীড়ে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই লাঠিখেলা। গ্রামের তরুণ, যুবকদের এ ধরণের ঐতিহ্যবাহী খেলার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই । মন ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার কোনও বিকল্প নেই, তাই শিশু কিশোরদের প্রচলিত খেলা ফুটবল ক্রিকেটের পাশাপাশি ঐতিহ্যবাহী সকল খেলার প্রতি মনোনিবেশ হতে হবে।
লাঠিখেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রুপম, বিশেষ অতিথি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন (সবুর), আমিনুল ইসলাম অদুদ, কসিম উদ্দিন, আব্দুস সামাদ, মোহাম্মাদ আলী, সানোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এরশাদ আলী, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু রায়হান রঞ্জু প্রমূখ।