দেশব্যাপী গুপ্ত সংগঠনের মাধ্যমে সংঘটিত মব সন্ত্রাস এবং শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই ) বিকেলে শহীদ খোকন পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয় শহীদ মিনার চত্বরে।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সঞ্চালনায় ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. রাকিবুল হাসান পলাশ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম ও খায়রুল বাশার, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সহ-সভাপতি মাসুদ রানা, শোয়েব ইসলাম অভি, মশিউর রহমান, মাহমুদুল হক, রিবন হাসান রুম্মন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকি রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ফয়সাল লাম, রাকিবুল হক রুকু, হাবিবুর রহমান স্বচ্ছ, সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মুহিব হাসান, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সোহান হোসেন, সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক, গণমাধ্যম সম্পাদক এম.এ. মহিউদ্দিন,
শহর ছাত্রদলের সভাপতি এস.এস. রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রিয়াদুজ্জামান রিয়াদ সহ বগুড়ার ১২টি উপজেলা ও ২৮টি পৌর ইউনিটের ছাত্রদল নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায় কর্মসূচিতে।
এসময় শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের মিছিল “বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান” স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।
বক্তারা বলেন, “গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখে চলেছে। কোনো গোপন মব বা চক্রান্তই আমাদের দমাতে পারবে না।” যারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু, যারা গুপ্তচর ও গোপন সন্ত্রাসে আশ্রয় নিচ্ছে, তাদের প্রতিরোধে ছাত্রদল রাজপথে আছে এবং থাকবে। সর্বশেষে নেতাকর্মীরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।