ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বলে ব্যাংক সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও এর পেছনে চলমান আর্থিক তদারকি ও নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় অবস্থান ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
কয়েক দিন আগে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদ্যোগে ওবায়েদ উল্লাহসহ তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়। তারা হলেন, তাঁর স্ত্রী মর্জিনা বেগম, দুই পুত্র জুন্নুন সাফওয়ান ও জুনায়েদ জুলাকারনায়েন টিয়ান এবং কন্যা তাসমিয়া তারান্নুম নওমি।
জানা যায়, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনতে চায় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রভাবশালী পক্ষও নিজেদের একজনকে চেয়ারম্যান করার জন্য চাপ দিয়ে আসছিল। এমন প্রেক্ষাপটে ওবায়েদ উল্লাহর পদত্যাগ তাৎপর্যপূর্ণ।
এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের আগের পর্ষদ বিলুপ্ত করে। সেই সময়ে ওবায়েদ উল্লাহ আল মাসুদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।