বগুড়ার শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে ছুরিকাঘাতে হাফিজুর রহমান নামের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। অভিযুক্ত মাদকবিক্রেতা শাহীনকে দ্রুত অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার চৌধুরী আদর্শ মহিলা কলেজসংলগ্ন কারেন্ট মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত শাহীন (৩৮) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহাঙ্গীরাবাদ পানাতেপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানার এএসআই হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চৌধুরী আদর্শ মহিলা কলেজসংলগ্ন কারেন্ট মাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে যায়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতা শাহীন ধারালো ছুরি দিয়ে এসআই হাফিজুর রহমানকে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সময় তার কাছ থেকে ১৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।’
তিনি আরও জানান, তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।