গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরে উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শহরে ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৫টায়, শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুর রহমান, উপজেলা আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান, সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম, নায়েবে আমির মাওলানা নাজমুল হক, ইসলামী আন্দোলন নেতা মীর মাহমুদুর রহমান চুন্নু, সহকারী সেক্রেটারি শাহিন আলম, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, আব্দুল হালিম, আব্দুর রউফ প্রমুখ।
অন্যদিকে, পৃথকভাবে মোহনা শপিং সেন্টারের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল আলিম, যুগ্ম সমন্বয়কারী রাসেদ সাদাত এবং অন্যান্য নেতারা।
উভয় সমাবেশেই বক্তারা গোপালগঞ্জে এনসিপির উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। তারা ঘোষণা দেন, যদি বিচার না হয়, তবে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে তারা প্রস্তুত।