চট্রগ্রাম বিভাগ সহ দেশের ৮টি বিভাগে মাঝারী ধরনের ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দিনে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তীত বা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে, আগামীকাল থেকে রংপুর, চট্রগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ,খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। সেই সাথে রংপুর এবং চট্রগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে।
পূর্বাভাসে আগামী বুধবার চট্রগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হওয়া কথা বলা হয়েছে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়াও পূর্বাভাসে পরের ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।