রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ১১৪ জন শহীদের গণকবর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২ আগস্ট) গণকবর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন,
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পরিবার চাইলে এসব শহীদের মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”
তিনি জানান, এর আগে নিহতদের পরিবার সদস্যরা মরদেহ শনাক্তে আগ্রহ না দেখালেও এখন তারা রাজি হয়েছেন। সরকার ইতোমধ্যে ডিএনএ শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করেছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “শহীদদের পরিচয় শনাক্ত হওয়ার পর পরিবার চাইলে মরদেহ এই কবরস্থানেই রাখতে পারবে, আবার চাইলে তারা নিজ গ্রামেও নিয়ে যাওয়ার সুযোগ থাকবে বলে জানান তিনি।”