বগুড়ার ধুনট উপজেলায় বৃষ্টিভেজা রাতে বাড়ির উঠানে মাটির চুলা ঢাকছিলেন এক নারী। এমন সময় প্রতিবেশী দেবর পন্ডিত সরকার (৪৮) ধর্ষণচেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার আড়কাটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে ।
এ ঘটনায় আদালতের নির্দেশে শনিবার (২৮ জুলাই) ধুনট থানায় মামলা রেকর্ড করা হয়েছে।
অভিযুক্ত পন্ডিত সরকার উপজেলার আড়কাটিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। ভুক্তভোগী ওই নারী তার সম্পর্কে প্রতিবেশী ভাবী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত পন্ডিত সরকার দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে তিনি রাজি না হওয়ায় গত ২৫ জুলাই রাতে হঠাৎ বৃষ্টির শব্দে শুনে ঘুম ভাঙে যায় ভুক্তভোগী নারীর। ওই সময় তিনি বাইরে বের হয়ে বাড়ির উঠানে থাকা মাটির চুলা ঢাকছিলেন। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা পন্ডিত সরকার তাকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন।
স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে ছুটে এসে তার স্বামী ও ছেলে পন্ডিত সরকারকে আটক করে। পরে খবর পেয়ে পন্ডিত সরকারের স্বজনরা ঘটনাস্থলে এসে তাদের মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় পরদিন ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করেন। মামলায় পন্ডিত সরকারকে প্রধান আসামি করে আরও চারজনকে আসামি করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”