বগুড়ার শেরপুর উপজেলায় মাত্র ৩৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. রুহুল আমিন বকুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী এলাকার মো. আবু তাহেরের বড় ছেলে। এই অকাল মৃত্যুতে তার এক বছর বয়সী কন্যা সন্তান পিতৃহারা হলো।
পারিবারিক সূত্রে জানা গেছে, বকুল একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। গত রাতে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
দুই ভাইয়ের মধ্যে বড় বকুলের এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা সম্পন্ন হয়েছে। ফুটফুটে শিশুকে রেখে একজন তরুণের এমন চলে যাওয়ায় এলাকাবাসী গভীরভাবে শোকাহত।