বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে অস্থির করার একটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। বর্তমান পরিস্থিতিকে ইচ্ছাকৃতভাবে অস্থির করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
রোববার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে যুবদল আয়োজিত যুব-সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। আমরা ধ্বংসের একটি পর্যায় অতিক্রম করেছি। এখন সেই ধ্বংসপ্রাপ্ত রাজনীতিকে মেরামত করে এগিয়ে যেতে হবে। এই দায়িত্ব বিএনপির কাঁধেই নিতে হবে, এবং আমরাই সেই চ্যালেঞ্জ গ্রহণ করব।”
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ কখনো মাথা নত করেনি, বরং প্রতিটি সংকটে লড়াই করে টিকে থেকেছে। “আমরা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নতুন একটি দিশা দিয়েছিলেন। একদলীয় শাসন থেকে মুক্ত করে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছিলেন। তিনি এবং বেগম খালেদা জিয়াই গণতন্ত্রের ভিত্তি তৈরি করেছিলেন বলে জানিয়েছেন তিনি।
বর্তমান সময়কে গণতন্ত্র পুনরুদ্ধারের উপযুক্ত সময় বলে উল্লেখ করে তিনি বলেন, “আবারও আমাদের সামনে সুযোগ এসেছে, এই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার। আমরা সেই লড়াই চালিয়ে যাব।”