আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটকেন্দ্র থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সকালে ঢাকা-৩ আসনের দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এক কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ রাখা হবে। তিনি আরও জানান, নারী ও পুরুষের জন্য আলাদা বুথ থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি দীর্ঘদিন ধরেই চলছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রতিটি ভোটকেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা বসানো হবে, যার মাধ্যমে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কিনা তা নজরদারি করা সম্ভব হবে।
তিনি বলেন, বর্তমানে পুলিশ, বিজিবি ও কারারক্ষীদের কাছে কিছু বডি-অর্ন ক্যামেরা রয়েছে এবং নির্বাচনের জন্য নতুন করে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজদের কোনও অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে অনেক চাঁদাবাজকে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও চাঁদাবাজ যেকোনো দলের হোক না কেন, চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না।