মালয়েশিয়ার জোহর বাহরু সেশনস কোর্টে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দেশটির আদালতে অভিযোগ গঠন করা হয়।
অভিযুক্তরা হলেন, মো. মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭)।
অভিযোগপত্রে বলা হয়েছে, মো. মামুন আলী ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে সাহিফুল্লাহ ইসলাম নামের নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন জানাতেন। এ অভিযোগ পেনাল কোডের ১৩০জে(১)(এ) ধারায় আনা হয়েছে; দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কিংবা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।
অন্যদিকে, রেফাত বিশাত–এর বিরুদ্ধে অভিযোগ, ২০২৫ সালের ১০ জুলাই বিকেল ৪টা ৩০ মিনিটে জোহরের লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তাঁর (Honor X6a) মোবাইল ফোনে আইএসের পতাকার ছবি রাখা ছিল। এটি পেনাল কোডের ১৩০জেবি(১)(এ) ধারার অধীন অপরাধ; দোষী হলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড, জরিমানা ও সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত হতে পারে।
মামলাগুলো বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইলের আদালতে শুনানি হয়। দোভাষী নিয়োগের জন্য আগামী ১২ সেপ্টেম্বর তারিখ ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়েলা আব মানাফ ও নূর আইনানা রিদজওয়ান। অভিযুক্তদের পক্ষে এ সময় কোনো আইনজীবী ছিলেন না।