বগুড়ার শেরপুর পৌর শহরের ঘোষপাড়ার সুপরিচিত দই ব্যবসায়ী ও উষা দধি ভান্ডারের স্বত্বাধিকারী সন্তোষ কুমার ঘোষ আর নেই।
শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে দই ব্যবসায় খ্যাতি অর্জন করেছিলেন। শেরপুর শহরের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান উষা দধি ভান্ডার তার হাত ধরে পরিচিতি পায়।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৮ আগস্ট) সকাল ১০টায় শেরপুর পৌর উত্তর বাহিনী মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
সন্তোষ কুমার ঘোষের স্ত্রী ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন। দম্পতির কোনো সন্তান নেই। তার মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহল ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।