বগুড়ার দুপচাঁচিয়ায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামের এক অটোচালক নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের তেলিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার হাট সাজাপুর উত্তরপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে দুপচাঁচিয়া থেকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। পথিমধ্যে তেলিগাড়ি এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরর্বর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।