বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি আবু তালেব (৪৫) কে গ্রেফতা করেছে পুলিশ।
রোববার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গয়নাকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত আবু তালেব উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ইউপি সদস্য ও (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আবু তালেব।
শাজাহানপুর থানার অফিসার ইনাচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।