বগুড়ার আদমদীঘিতে ইয়াবা ও প্রাইভেটকারসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সান্তাহার পৌর এলাকার পলাশ আবাসিক হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার হোসেনপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুহুল আমিন (৩৭) ও উত্তরগ্রামের মোতালেব হোসেনের ছেলে আব্দুল মজিদ (২৭)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে একটি টয়োটা প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।