শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় সরকারের পক্ষ থেকে গঠিত কমিটি নিয়ে অসন্তোষ এবং আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নতুন করে পাঁচ দফা দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ।
৫ দফা দাবির মধ্যে রয়েছে, ১, শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহিতা করতে হবে।
২) প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে অনুপযুক্ততার কারণে আমরা প্রত্যাখ্যান করি। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল আন্দোলনের স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে কমিটির সংস্কার করে পেশকৃত ৩ দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এই মর্মে সংশ্লিষ্ট তিন উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাওজুল কবির খান, জনাব আদিলুর রহমান এবং সৈয়দা রেজওয়ানা হাসানকে আজকে এসে এই নিশ্চয়তা প্রদান করতে হবে।
২, ইতিপূর্বে গঠিত কমিটি ‘অযৌক্তিক’ প্রত্যাখ্যান করে তিনি জানান, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও প্রকৌশল আন্দোলনের স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে। পাশাপাশি প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিকে মেনে নিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করার নিশ্চয়তা দিতে হবে।
৩, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদে ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে।
৪, হামলায় আহত সকল শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই পুলিশ দিয়ে আন্দোলন দমন করা যাবে না।
৫, প্রকৌশল শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং অবিলম্বে চাকরি থেকে বহিষ্কার করতে হবে।
এ সময় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে জুবায়ের আহমেদ জানান, “আমরা শাহবাগে অবস্থান চালিয়ে যাব, দাবি না মানা পর্যন্ত আন্দোলন থামবে না।” আর দাবি মেনে নেওয়া না হলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।