ফ্যাসিস্ট হাসিনার নিপীড়ন ও নৃশংসতার বিরুদ্ধে ছাত্র-জনতা রাস্তায় নেমেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার (২৬ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন, হত্যাযজ্ঞ, গুম-খুন ও দুর্নীতির কারণে মানুষ অসহায় হয়ে পড়েছিল। ফ্যাসিস্ট হাসিনা মানুষের ওপর যে নিপীড়ন ও নৃশংসতা চালিয়েছেন, তার প্রতিবাদে ছাত্র-জনতা জেগে ওঠে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হলো বৈষম্য দূর করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, যার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রদর্শিত হয় জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’। এতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এই তথ্যচিত্র মানুষের মাঝে জুলাই চেতনাকে জাগ্রত রাখবে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে উজ্জীবিত করবে।