ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
দুপুরে এডিসি আসাদের নেতৃত্বে পুলিশ লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদ বলেন, আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হচ্ছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ জানান, “এখন এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। পরে সিনিয়র কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”
এর আগে সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সংগঠন ‘মঞ্চ ৭১’। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি উপস্থিত হননি।
মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, “দল-মতের সব মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। লতিফ সিদ্দিকী সাহেবও এসেছিলেন। আমরা আলোচনা শুরু করি। এর কিছুক্ষণ পর ২০ থেকে ২৫ জন যুবক এসে হৈচৈ শুরু করে আমাদের ঘিরে ফেলে। তবে কারও গায়ে হাত দেয়নি তারা।”
প্রত্যক্ষদর্শীদের দাবি, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন অনুষ্ঠানস্থলে ঢুকে অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখে এবং মিলনায়তনে প্রবেশে বাধা দেয়। এ সময় সেখানে ভাঙচুরও হয়। ঘটনাস্থলে ভাঙা একটি টেবিল পড়ে থাকতে দেখা যায়।