ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হেরে গেলেও সাধারণ শিক্ষার্থীদের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রদল প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান।
বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসেবুক একাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিশ্রুতি দেন তিনি
পোস্টে আবিদুল উল্লেখ করেছেন যে, ভিপি নির্বাচনে হেরে গেলেও তিনি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে লড়েই যাবেন এবং “আপনাদের কখনো ছেড়ে যাবো না” বলে আশ্বস্ত করেছেন। তিনি লিখেছেন, নির্বাচনের আগে থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত মিডিয়ার অপপ্রচার ও ভোটকেন্দ্রে দেখা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়েছে এবং এসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সিদ্ধান্ত আশা করছেন।
আবিদুল বলেন, “ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসবো কোনোদিন ভাবিনি। নির্বাচনের আগের রাতে… ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই? আমি কোনো সদুত্তর দিতে পারিনি। একের পর এক আন্দোলন-সংগ্রাম এসেছে, নিজেকে রাজপথে সপে দিয়েছি। সেই পথ আজ আমাকে এতদূর নিয়ে এসেছে; ইটস ওকে।”
সংক্ষিপ্ত প্রচারণার সময়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে চেষ্টা করা হলেও সময় সীমিত ছিল বলে তিনি লিখেছেন। মাত্র ২০ দিনের ক্যাম্পেইনে নানা জায়গায় ঘুরে বেশ কিছু মানুষকে ছুঁতে পেরেছেন, তবে সবাইকে হয়তো স্পর্শ করতে পারিনি।
আবিদুল আরও ঘোষণা করেছেন যে, তিনি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ছাত্রনেতা এবং নির্বাচনী ইশতেহারে যা বলা হয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনের কাছে দাবিও করে যাবেন।
নতুন দিনের ছাত্ররাজনীতি গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, রাজপথ পাহারা দিয়ে, সর্বশেষে ইতিবাচক পরিবর্তন আনতেই কাজ করে যাবেন। পোস্টের শেষাংশে তিনি মার্টিন লুথার কিং (জুনিয়র)-এর উদ্ধৃতি তুলে লিখেছেন, “আমাদের অবশ্যই সীমিত হতাশা মেনে নিতে হবে, কিন্তু কখনও অসীম আশা হারানো যাবে না।”


