গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি বলেন, “আজ বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন নুরুল হক নুর। এখন তিনি মিডিয়ার সামনে কথা বলতে পারবেন না। তার অন্য একটি হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে।”
এর আগে গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর একজনের অভিযানে (আঘাতে) নুরুল হক নুর আহত হন। আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছিল এবং পরে কেবিনে রাখার ব্যবস্থা করা হয়।