কেঁচো ও জৈব সার উৎপাদনে বিশেষ অবদানের জন্য বগুড়ার শেরপুরের সুরাইয়া ফারহানা রেশমা “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড” লাভ করেছেন।
গত ১৫ সেপ্টেম্বর (সোমবার) রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তার হাতে এই সম্মাননা তুলে দেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রেশমা কেঁচো ও জৈব সার উৎপাদনের মাধ্যমে কৃষিখাতে অবদান রাখছেন। তার এই কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে তার এই অর্জনকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনগুলো রেশমার এই প্রাপ্তিকে এলাকার জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন।
এর আগেও সুরাইয়া ফারহানা রেশমা একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। ২০২১ সালে তিনি শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার, ২০২২ সালে জাতীয় যুব পুরস্কার, ২০২৩ সালে চ্যানেল আই পুরস্কার এবং ২০২৪ সালে ডেইলি স্টার পুরস্কার লাভ করেন।
“ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড” সমাজ উন্নয়নে নিবেদিতপ্রাণ তরুণদের কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। রেশমা এই পুরস্কার পাওয়ায় শেরপুর এবং বগুড়ার সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সুরাইয়া ফারহানা রেশমা জানান, তিনি দেশের কৃষিখাতকে এগিয়ে নিতে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে চান। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। রেশমা মনে করেন, এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও অনুপ্রাণিত করবে।