জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যাচ্ছেন চারজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ। তারা হলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, ‘আমরা এমন এক পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব যাবে। তাই এবার তাদেরকেও প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছাবেন। আর ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
এবারই প্রথমবার জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। তৌহিদ হোসেন আশা প্রকাশ করেন, এই বৈঠক থেকে সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ আসবে।
তিনি বলেন, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী শান্তির জন্যও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ এসব আলোচনায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা নিজে।
লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘যে গাড়িতে আক্রমণ হয়েছে, সেখানে মাহফুজ ছিলেন না। পশ্চিমা দেশে স্লোগান বা মিছিল ঠেকানোর কেউ নেই। তবে আমরা মনে করি, কোনো অরাজকতা হবে না।’