গাজীপুর নগরের কাশিমপুর শ্মশান মন্দিরে আংশিক প্রস্তুত থাকা ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটে গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ বা এলাকাবাসীর পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
স্থানীয়রা জানান, এই মন্দিরে প্রতিবছরই দূর্গা পূজা অনুষ্ঠিত হয়। এবারের পূজার জন্য তৈরি করা প্রস্তুত করা হচ্ছিল প্রতিমা। বুধবার দুপুরে বৃষ্টির কারণে কারিগরেরা কাজ বন্ধ করে চলে যায়। পরে সন্ধ্যার দিরে তারা মন্দিরে এসে দেখেন ৫ থেকে ছয়টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, পূজা এখনও শুরু না হওয়ায় পাহারা দেওয়া হয়নি এবং আশপাশে সিসিটিভি ক্যামেরাও নেই। তারা বলেন কেউই এখনো জানে না কে বা কারা এই প্রতিমাগুলো ভাঙচুর করেছে। ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো পরে মেরামত করা হবে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে যে চুরি করতে এসে দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে ঢুকে প্রতিমাগুলো ক্ষতিগ্রস্ত করেছে। প্রতিমাগুলোর কাজ এখনো শেষ হয়নি। ওই প্রতিমাগুলো মেরামতের কথা জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”