বগুড়ার শেরপুর উপজেলায় গোয়ালঘর থেকে কৃষকের ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক জানান, রাত ২টা পর্যন্ত তিনি জেগে ছিলেন। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরে থাকা ৫টি গরুই নেই। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানান তিনি।
এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। চুরি হওয়া গরু উদ্ধারে এবং চোরচক্রকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”