“চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে খাইরুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম খাইরুল ইসলাম (২৪)। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসা পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিকেলে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ মোড় থেকে বাড়ি ফিরছিলেন এক স্কুলছাত্রী। অভিযুক্ত খাইরুল মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায়। পরে রাতে পৌর এলাকার সুমিরদিয়ায় থাকা একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে, ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। ঘটনাস্থল থেকে ছাত্রীকে ছাড়ার সময় কেউ জানালে হত্যা করার হুমকিও দেয়া হয়েছিল বলে মামলায় উল্লেখ রয়েছে।
পরদিন ভিকটিমের বাবা চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত ও মামলার সাক্ষ্যগ্রহণ শেষে মোট ১২ জন সাক্ষীর বক্তব্য গ্রহণ করা হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ খতিয়ে দেখার পরে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে পরিণত রায় ঘোষণা করেন। ফলে বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছে।